গুয়াহাটি, ১৩ মে (হি.স.) : কর্ণাটকে বিজেপি হেরেছে ঠিক। তবে এতে অবাক হওয়ার মতো কিছু ঘটেনি। বলেছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা।
আজ সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী ড. শর্মা বলেন, এই ফলাফল আসবে তা জানা ছিল। কর্ণাটকে বিজেপি ভালো ফলাফল করবে না তা দলের সব নেতাও বুঝতে পেরেছিলেন। তাছাড়া প্রচারে গিয়ে তিনি এই আভাস পেয়েছিলেন, বলেন হিমন্তবিশ্ব শর্মা। বলেন, দেশে গণতন্ত্র নেই বলে যাঁরা চেঁচান, এই ফলাফল তাঁদের মুখে চূণকালি মেখেছে। দেশে যে মজবুত গণতন্ত্র বিরাজ করছে তা দেখিযেছেন কর্ণাটকবাসী।
মুখ্যমন্ত্রী আরও বলেন, রাজ্য ভিত্তিক নির্বাচনের ফলাফল ভিন্ন হতে পারে। তবে ২০২৪-এর সাধারণ নির্বাচনে বিজেপিই ক্ষমতায় আসবে এবং প্রধানমন্ত্রী হবেন নরেন্দ্র মোদীই, তা নিশ্চিত। কেননা, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রভাব দেশের রাজনীতিতে এখনও এক বিশেষ ফ্যাক্টর। একটি রাজ্যের নির্বাচনে বিজেপি হেরে গেছে, তার প্রভাব দেশের রাজনীতিতে পড়বে না, যোগ করেছেন মুখ্যমন্ত্রী তাছাড়া, কর্ণাটকে কেন বিজেপি ক্ষমতা হারাতে পারে এবং কংগ্রেসের জয় হবে সে সম্পর্কে কিছু উদাহরণ বর্ণনা করেছেন তিনি।