ভুবনেশ্বর, ১৩ মে (হি.স.): ওড়িশার ঝাড়সুগুড়া বিধানসভা আসনের উপ-নির্বাচনে জয়ী হয়েছেন বিজু জনতা দল (বিজেডি)-এর প্রার্থী দীপালি দাস। তিনি জিতেছেন প্রায় ৪৮ হাজার ভোটের ব্যবধানে, মোট ১ লক্ষেরও বেশি ভোট পেয়েছেন।দিপালী দাস হলেন ওডিশার প্রয়াত স্বাস্থ্যমন্ত্রী নব কিশোর দাসের মেয়ে। গত ১০ মে ঝাড়সুগুড়া বিধানসভা আসনের উপ-নির্বাচনে ভোটগ্রহণ হয়।
শনিবার গণনা হয়েছে। বিজু জনতা দল (বিজেডি) প্রার্থী দিপালী দাস ঝাড়সুগুড়া উপ-নির্বাচনে ৪৮,৬১৯টি ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন। বিজেডির প্রাপ্ত ভোট ১০৭০০৩, বিজেপি ৫৮,৩৮৪ ভোট এবং কংগ্রেস সমস্ত রাউন্ড গণনা শেষ হওয়ার পরে ৪,৪৭৩টি ভোট পেতে সক্ষম হয়েছে।