নয়াদিল্লি, ১২ মে (হি. স.) : কুস্তিগীরকাণ্ডে অভিযুক্ত ব্রিজ ভূষণ ও সন্দীপ সিংকে গ্রেফতারের দাবিতে আগামী ১৮ মে ছয়টি সংগঠন দেশ জুড়ে প্রতিবাদ আন্দোলন এবং সভা ও সমাবেশের ডাক দিয়েছে। মূলত, সিটু, এআইকেএস, এআইএডাব্লুইউ, এআইডিডাব্লুএ, ডিওয়াএফআই এবং এসএফআই এই প্রতিবাদ আন্দোলনের ডাক দিয়েছে।
দিল্লির যন্তর মন্তরে কুস্তিগীরদের অনির্দিষ্টকালের ধরনা চলছে। কেন্দ্রের বিজেপি সরকার এখনও অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেয়নি।
সিটুর সর্বভারতীয় নেতা তপন সেন শুক্রবার সংবাদমাধ্যমে বলেন, ‘‘যৌথ প্ল্যাটফর্ম – এসকেএম, কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন, মহিলা সমিতি এবং ছাত্র ও যুবকদের সংগ্রামের প্রতি সংহতি ও সমর্থন প্রকাশ করেছে। শুক্রবার শ্রেণি ও গণসংগঠনের অনলাইন বৈঠক হয়। যেখানে ১৮ মে সারা দেশে এই কর্মসূচি পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সমস্ত সংগঠনের রাজ্য কমিটিগুলিকে নিজ নিজ রাজ্যের সর্বাধিক সংখ্যক জায়গায় মিছিল, ধরনা ও মোমবাতি মিছিল ইত্যাদি যৌথভাবে পরিকল্পনা ও সংগঠিত করার জন্য অনুরোধ করা হয়েছে।”
এআইকেএসের বিজু কৃষ্ণান বলেন, “প্রতিবাদের জন্য ক্রীড়াবিদদের, বিশেষ করে তরুণ পুরুষ ও মহিলাদের পাশাপাশি বুদ্ধিজীবীদের সমর্থন পেতে উদ্যোগ নেওয়া হবে বলেও জানানো হয়েছে। মহিলা সংগঠনগুলি একটি দেশব্যাপী স্বাক্ষর অভিযান করছে। এটি ১৮ মে এই বিক্ষোভের সময়ও অব্যাহত রাখা হবে।
মহিলা সংগঠনের নেত্রী মরিয়ম ধাওয়ালে বলেন, “আমরা এর আগে ২৭ এপ্রিল যৌথ বিক্ষোভের ডাক দিয়েছিলাম। যা সারাদেশে ভালোভাবে বাস্তবায়িত হয়েছিল । কুস্তিগীরদের সংগ্রামের সঙ্গে আমাদের যৌথ একাত্মতার ধারাবাহিকতায়, এই কাজগুলি ১৮ মে সংগঠিত করা উচিত। কাজটি এসকেএম ও অন্যান্য প্ল্যাটফর্মগুলির দ্বারা প্রদত্ত আন্দোলনের সঙ্গেও যুক্ত হবে।”
প্রসঙ্গত, ইন্ডিয়ান রেসলার অ্যাসোসিয়েশনের সভাপতি তথা বিজেপি সাংসদ ব্রিজ ভূষণের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ তুলে সরব হয়েছেন কুস্তিগীররা৷ তাঁরা দিল্লিতে ধরনাও দিচ্ছেন৷ তাঁরা ব্রিজ ভূষণের গ্রেফতারির দাবিতে অনড়৷ এই নিয়ে কেন্দ্রের মোদী সরকারের বিরুদ্ধে সরব বিরোধীরাও।

