জম্মু, ১২ মে (হি.স.) : শনিবার সকাল থেক জম্মু-শ্রীনগর জাতীয় সড়ক যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে। অথচ শ্রীনগর-লেহ হাইওয়ে এবং মুঘল রোড তুষারপাতের কারণে যানবাহনের জন্য বন্ধ রাখা হয়েছে।
শনিবার সকাল ৬টা থেকে জম্মু-শ্রীনগর জাতীয় সড়কে জম্মু থেকে শ্রীনগর এবং শ্রীনগর থেকে জম্মুতে হালকা যানবাহন পাঠানো হচ্ছে। ভারী যানবাহনগুলি জম্মু থেকে শ্রীনগরে সরানো হবে হালকা যান যাওয়ার পরে নিরাপত্তা বাহিনীর যানবাহন চলাচলের অনুমতি দেওয়া হবে বলে স্থানীয় প্রশাসন সূত্রে জানা গিয়েছে। নির্ধারিত সময়ের পরে জম্মু-শ্রীনগর জাতীয় সড়কে কোনও যানবাহন চলাচল করতে দেওয়া হবে না।
এছাড়াও তুষারপাতের কারণে শ্রীনগর-লেহ হাইওয়ে এবং মুঘল রোড যান চলাচলের জন্য বন্ধ রয়েছে। উভয় সড়কে বরফ পরিষ্কারের কাজ চলছে। শিগগিরই দুই পথ যান চলাচলের জন্য খুলে দেওয়া হবে বলেও জানা গিয়েছে।