ত্রিমুখী সংঘর্ষে মৃত্যু বাইক চালকের, গুরুতর আহত আরও ৩

আগরতলা, ১২ মে (হি.স) : বাস, মারুতি গাড়ি ও বাইকের মধ্যে সংঘর্ষে মর্মান্তিক মৃত্যু হয়েছে বাইক চালকের। দূর্ঘটনায় গুরুতর আহত হয়েছে আরও তিনজন। ওই ঘটনায় বিশ্রামগঞ্জ নতুন পেট্রোল পাম্প সংলগ্ন পুষ্করবাড়ি এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। দমকল কর্মীরা সকলকে উদ্ধার করে বিশ্রামগঞ্জ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বাইক চালককে মৃত বলে ঘোষনা করেন। বাকি তিনজনের অবস্থা আশঙ্কাজনক দেখে চিকিৎসক তাঁদের জি বি হাসপাতালে স্থানান্তর করেছেন।

জনৈক দমকলকর্মী জানিয়েছেন, শুক্রবার বিশ্রামগঞ্জ নতুন পেট্রোল পাম্প সংলগ্ন পুষ্করবাড়ি এলাকার জাতীয় সড়কে  বাস, মারুতি এবং বাইকের মধ্যে সংঘর্ষে ভয়াবহ দূর্ঘটনার ঘটে। তাতে গুরুতর আহত হয়েছেন চারজন। বিকট শব্দ শুনতে পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন স্থানীয়রা। সাথে সাথে স্থানীয়রা দমকল বাহিনীকে খবর দেন। দমকল কর্মীরা ছুটে গিয়ে তাঁদেরকে উদ্ধার করে বিশ্রামগঞ্জ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বাইক চালক জিতেন কলই (২১)-কে মৃত বলে ঘোষনা করেন। অম্পি বৈশ্যমনি খামারবাড়ি এলাকার বাসিন্দা ছিলেন জিতেন। বাকি ৩ জনের অবস্থা আশঙ্কাজনক দেখে চিকিৎসক তাঁদেরকে জিবি হাসপাতালে স্থানান্তর করেছেন। এদিকে, দুর্ঘটনার  খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়েছে পুলিশ। তিনি আরও জানিয়েছেন, আহতরা হলেন মেলাঘরের বাসিন্দা অঙ্কিতা দত্ত (৩৩), বিকাশ দত্ত (৬৪) এবং রুবি দত্ত (৫৫)।