নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ মে৷৷ ১২ মে দিনটিকে বিশ্ব নার্স দিবস হিসাবে উদযাপন করা হয়৷ সমাজে নার্সদের অবদানকে চিহ্ণিত করার জন্য এই দিনটি উদযাপন করা হয়ে থাকে৷ বৃহস্পতিবার আই জি এম স্থিত ডাঃ ব্রাম নার্সিং সুকল এবং নার্সিং ইনস্টিটিউটের উদ্যোগে ব্রাম নার্সিং সুকলের অডিটোরিয়ামে মুখ্যমন্ত্রীর আহ্বানে উদ্বুদ্ধ হয়ে রক্তদান শিবিরের আয়োজন করা হয়৷ উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী রাজীব ভট্টাচার্য, ধর্মগুরু গৌতম মিশ্র সহ অন্যান্যরা৷ যারা সমস্ত কিছু আত্মত্যাগ করে রোগীদের পরিচর্যা করেন৷ একজন অসুস্থ মানুষকে সুস্থ করে তোলার ক্ষেত্রে অবদান রাখেন তাদের অবদানকে চিহ্ণিত করার দিন নার্স দিবস৷ তারা আজ রক্তদানের মত মহৎ দানে এগিয়ে এসেছেন৷ শিবিরের উদ্বোধনের পর রক্তদাতা দাতাদের উৎসাহিত করেন বিশিষ্ট সমাজসেবী রাজীব ভট্টাচার্য সহ অন্যান্য অতিথিরা৷ এদিন ১০০ জন নার্সিং পড়ুয়া ও শিক্ষক শিক্ষিকা রক্তদান করেন৷
2023-05-11

