স্বামী দয়ালানন্দ বিদ্যানিকেতন সুকলে কর্মরত করণীক নিয়ে হুলুস্থুল কান্ড


নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ মে৷৷ আবারো স্বামী দয়ালানন্দ বিদ্যানিকেতন সুকলে কর্মরত করণীক নিয়ে হুলুস্থুল কান্ড৷ গত কয়েক বছর আগেও এ ধরনের অভিযোগ সুকলে এক কর্মীকে নিয়ে উঠেছিল৷ এবার আবারো এক করণীকের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুললেন সুকলের কর্মরত কতিপয় শিক্ষক শিক্ষিকা এবং কিছু অভিভাবক৷ তাদের অভিযোগ সুকলের করণীক রনেন্দ্র গোপাল ধর সুকলে এক শিক্ষিকার সাথে দুর্ব্যবহার করেছেন এবং এই করণীকের জন্য নিয়মিত স্টাইপেন্ড পাচ্ছে না ছাত্র-ছাত্রীরা৷ তাই সুকলের শিক্ষিকা মিলি ধর পূর্ব থানার পুলিশকে ডেকে এনে তুলে দেন অভিযুক্ত করণীককে৷ এই ঘটনায় সুকলে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে৷  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *