নয়াদিল্লি, ১১ মে (হি.স.): শুক্রবার, ১২ মে গুজরাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ওই দিন গুজরাটে তিনি ৪,৪০০ কোটি টাকার বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের করবেন উদ্বোধন ও শিলান্যাস। বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর দফতর জানিয়েছে, প্রায় ৪,৪০০ কোটি টাকার বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করতে ১২ মে গুজরাট সফর করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
পিএমও জানিয়েছেন, গিফট সিটি পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী এবং চলমান বিভিন্ন প্রকল্পের বর্তমান পরিস্থিতি পর্যালোচনা করবেন এবং গান্ধীনগরে অখিল ভারতীয় শিক্ষা সংঘ অধিবেশনে অংশ নেবেন। প্রধানমন্ত্রী আবাস যোজনার প্রায় ১৯ হাজার সুবিধাভোগীকে বাড়ি তুলে দেবেন প্রধানমন্ত্রী।