মুম্বই, ১১ মে (হি.স.): মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে ও উপ-মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশের বিরুদ্ধে তোপ দাগলেন মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে। সুপ্রিম কোর্টের রায়ের পর উদ্ধব ঠাকরে বলেছেন, মহারাষ্ট্রের বর্তমান মুখ্যমন্ত্রী ও উপ-মুখ্যমন্ত্রীর যদি কোনও নীতিবোধ থাকে, তাহলে তাদের পদত্যাগ করা উচিত।
উদ্ধব বলেছেন, তাঁরা (বর্তমানে শিন্ডে গোষ্ঠীর বিধায়ক) আমার দল এবং আমার বাবার উত্তরাধিকারের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। তখন মুখ্যমন্ত্রী হিসেবে আমার পদত্যাগ আইনগতভাবে ভুল হতে পারে, কিন্তু আমি নৈতিক ভিত্তিতে তা করেছি।
প্রসঙ্গত, বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট বলেছে, মহারাষ্ট্রের তৎকালীন রাজ্যপাল ভগৎ সিং কোশিয়ারির ফ্লোর টেস্টের সিদ্ধান্ত ভুল ছিল এবং আদালত তাঁর সরকারকে পুনরুদ্ধার করতে পারে না, যেহেতু তিনি পদত্যাগ করেছিলেন এবং ফ্লোর টেস্টের মুখোমুখি হননি।