নয়াদিল্লি, ১১ মে (হি.স.): ভারতীয় জনতা পার্টিতে যোগ দিয়েছেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ও জনতা দল ইউনাইটেডের প্রাক্তন সভাপতি আর সি পি সিং। বৃহস্পতিবার দুপুরে দিল্লিতে বিজেপির সদর দফতরে কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি নেতা ধর্মেন্দ্র প্রধান তাঁকে গেরুয়া শিবিরে স্বাগত জানিয়েছেন। বিজেপিতে যোগ দেওয়ার পরই বিহারের মুখ্যমন্ত্রী ও জেডিইউ নেতা নীতীশ কুমারের বিরুদ্ধে তোপ দেগেছেন আর সি পি সিং।
গেরুয়া শিবিরে যোগ দেওয়া আর সি পি সিং বলেছেন, নীতীশ কুমারকে সবাই পিএম বলেন, আমিও তাঁকে বলেছি, আপনি পিএম ছিলেন, পিএম আছেন এবং পিএম থাকবেন। পিএম-এর অর্থ পাল্টিবাজ। সিং আরও বলেছেন, চেয়ারের জন্য এখন যা ইচ্ছে তাই করে চলেছেন নীতীশ কুমার

