অমৃতসর, ১১ মে (হি.স.): অমৃতসরের স্বর্ণ মন্দিরের কাছে আবারও বিস্ফোরণ। এক সপ্তাহের মধ্যে এই নিয়ে তৃতীয়বার স্বর্ণ মন্দিরের কাছে বিস্ফোরণ হল। বুধবার মধ্যরাতে জোর শব্দে কেঁপে ওঠে স্বর্ণ মন্দিরের আশপাশের এলাকা। পুলিশ সূত্রে খবর, রাত সওয়া ১২টা থেকে সাড়ে ১২টার মধ্যে স্বর্ণমন্দির এলাকার শ্রী গুরু রামদাস নিবাসের কাছে বিস্ফোরণ ঘটে। তবে হতাহতের কোনও খবর নেই।
পঞ্জাব পুলিশ জানিয়েছে, অমৃতসর বিস্ফোরণের পরিকল্পনাকারী পাঁচ ষড়যন্ত্রকারীকে গ্রেফতার করা হয়েছে। বিস্ফোরণের পিছনে উদ্দেশ্য ছিল শান্তি বিঘ্নিত করা। আতশবাজিতে ব্যবহৃত বিস্ফোরক বিস্ফোরণে প্রয়োগ করা হয়। পুলিশ সূত্রে খবর, হরমন্দির সাহিবের কাছে যে উদ্যান রয়েছে, তার সামনের গলিপথ গালিয়ারায় এই বিস্ফোরণ ঘটে। পুলিশের দাবি, বিস্ফোরণের পর ঘটনাস্থল থেকে কিছু লিফলেট পাওয়া গিয়েছে। বোমা ফাটার পর তার অবশিষ্টাংশও উদ্ধার করেছে পুলিশ।