১০০ শতাংশ দিব্যাঙ্গজন হয়েও বঞ্চিত যুবককে আনা হল ভাতার আওতায়


নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ মে৷৷ ১০০ শতাংশ দিব্যাঙ্গজন হয়েও ভাতা থেকে বঞ্চিত ছিল ১২ বছরের নাবালক৷ এই খবর নজরে পড়তেই আধিকারিকদের বিষয়টি দেখার নির্দেশ দেন সমাজকল্যাণ ও সমাজশিক্ষা দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়৷ ১০ দিনের মধ্যেই নাবালকের ভাতার অনুমোদন দেয় দপ্তর৷ ১০০ শতাংশ দিব্যাঙ্গজন হয়েও ভাতা থেকে বঞ্চিত ছিল ১২ বছরের নাবালক৷ জিরানিয়া মহকুমার খুমুলুং বাসীকোবরা পাড়ার বাসিন্দা নাবালক৷সামাজিক ভাতা থেকে দিব্যাঙ্গ শিশু বঞ্চিত হওয়ার খবর সংবাদ মাধ্যমে প্রচার হয়৷ এই খবর নজরে পড়তেই আধিকারিকদের বিষয়টি দেখার নির্দেশ দেন সমাজকল্যাণ ও সমাজশিক্ষা দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়৷ ১০ দিনের মধ্যেই নাবালকের ভাতার অনুমোদন দেয় দপ্তর৷ বৃহস্পতিবার সেই নাবালকের বাড়িতে যান মন্ত্রী টিঙ্কু রায়, ত্রিপুরা শিল্প উন্নয়ন নিগমের চেয়ারম্যান নবাদুল বণিক সহ আধিকারিকরা৷ মন্ত্রী নাবালকের পরিবারের হাতে ভাতার কাগজ তুলে দেন৷ পাশাপাশি মন্ত্রী জানান, দিব্যাঙ্গ শিশুর আরেক ভাইয়ের লেখাপড়ার সুবিধার জন্য আগরতলা কোন হোস্টেলে নিয়ে আসার ব্যবস্থা করা হবে৷  সমাজ কল্যাণ দপ্তর থেকে এই সাহায্য পেয়ে খুশি শিশুর পরিবারের লোকজন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *