শিলচর (অসম) ১১ মে (হি.স.) : কাছাড় জেলার সকল এক্স সার্ভিস ম্যান, যাদের পেনশন পেমেন্ট ওর্ডারে স্ত্রীর নাম নেই তাদের সকলকে জেলা সৈনিক ওয়েলফেরার অফিসে অতিসত্বর নিজস্ব ডিসচার্জ বুক, পেনসন পেমেন্ট ওর্ডার, ব্যাঙ্ক পাসবুক, আধার কার্ড প্যান কার্ড তথা জয়েন্ট ফটোগ্রাফ, নিয়ে আসার জন্য অনুরোধ করা হচ্ছে। জেলা সৈনিক অফিসের এক প্রেসবার্তায় এই কথা জানানো হয়েছে । এছাড়া ওপর এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে ২০২৩-২৪ অর্থবছরের জন্য রাজ্য সৈনিক বোর্ড, গুয়াহাটির শিক্ষা বৃত্তি প্রকল্পের অধীনে আর্থিক সহায়তার জন্য সাব মেজর বা সমতুল্য পদ পর্যন্ত সেনা, নৌ ও বিমান বাহিনীর সমস্ত প্রাক্তন সৈনিক বিধবা দের/ পরিবারবর্গ থেকে আবেদনের আমন্ত্রণ জানানো হয়েছে ৷ আগামী ৩০ নভেম্বর তারিখের মধ্যে কাছাড়ের জেলা সৈনিক কল্যাণ কার্যালয়ে এসে জমা দিতে অনুরোধ জানানো হয়েছে । বিস্তারিত তথ্য উক্ত কার্যালয়ে পাওয়া যাবে ।
2023-05-11