আগ্রা, ১১ মে (হি.স.): উত্তর প্রদেশের আগ্রায় গাড়ির ধাক্কায় মৃত্যু হল ৩ শিশুর, আহত হয়েছেন আরও ৩। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সকালে উত্তর প্রদেশের আগ্রার বাস মহাপত এলাকায়। জানা গেছে, স্কুলে যাওয়ার জন্য রাস্তার ধারে দাঁড়িয়ে ছিল শিশুগুলি। তখনই একটি গাড়ি এসে ধাক্কা মারে তাদের।
পুলিশ জানিয়েছে, ঘটনাস্থলেই প্রাণ হারায় ৩ জন শিশু। আহতদেরকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে চিকিৎসার জন্য।
ঘটনার পর রাস্তা অবরোধ করে স্থানীয় গ্রামবাসীরা বিক্ষোভ দেখান। পুলিশ মামলা রুজু করে দুর্ঘটনার তদন্ত শুরু করেছে।

