শুক্রবার চারদিনের ওডিশা সফরে আসছেন সরসঙ্ঘচালক ডাঃ মোহন ভাগবত


ভুবনেশ্বর, ১১ মে (হি. স.) : রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সরসঙ্ঘচালক ডাঃ মোহন ভাগবত শুক্রবার চারদিনের ওডিশা সফরে ভুবনেশ্বরে পৌঁছাবেন ৷ এর পরে, এখান থেকে তিনি কটকের গতিরৌতপাটনায় অবস্থিত কেশবধামে যাবেন। সেখানে সংঘ শিক্ষা বর্গ (ওটিসি) আয়োজন করা হচ্ছে। চারদিন এই প্রশিক্ষণ শিবিরে উপ্সথিত থাকবেন তিনি।

সঙ্ঘের রাজ্য প্রচার প্রমুখ, রবি নারায়ণ পান্ডা বৃহস্পতিবার জানিয়েছেন যে ডাঃ ভাগবতের এই চারদিনের অবস্থানে কোনও ধরণের কোনও প্রকাশ্য অনুষ্ঠান হবে না। তার অবস্থান শুধু সাংগঠনিক কাজেই থাকবে। ১৬ মে ওডিশা থেকে ফিরবেন তিনি।