আগরতলা, ১১ মে (হি.স.) : ঘূর্ণিঝড় ‘মোকা’র প্রভাবে ত্রিপুরায় টানা তিনদিন ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস জারি হয়েছে। আগামী ১৩ থেকে ১৫ মে ত্রিপুরায় ঝড়ো হাওয়ার সাথে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে, ১৩ ও ১৪ মে দক্ষিণ, গোমতী এবং ধলাই জেলা এবং ১৫ মে ঊনকোটি এবং উত্তর ত্রিপুরা জেলায় সবচেয়ে বেশি প্রভাব পড়বে বলে অনুমান করা হচ্ছে।
‘মোকা’র প্রভাবে বৃহস্পতিবার রাত থেকেই আন্দামানে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস জারি হয়েছে। শুক্রবার ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে বলে মনে করা হচ্ছে। শনি এবং রবিবারও ‘মোকা’র প্রভাবে আন্দামানের কিছু অংশে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে বলে অনুমান করা হচ্ছে। ‘মোকা’র প্রভাব উত্তর-পূর্বাঞ্চলেও দেখা যাবে। মৌসম বিভাগ ইতিমধ্যে সতর্কতা জারি করেছে।
আজ আগরতলা বিমানবন্দর স্থিত আবহাওয়া দফতর জানিয়েছে, ওই ঘূর্ণিঝড় আগামী ১৪ মে রবিবার দুপুরে কক্সবাজার এবং মায়ানমারের কাউকপুর মধ্যে দিয়ে স্থলভাগে আছড়ে পড়তে পারে। স্থলভাগে আছড়ে পড়ার সময় মোকার গতি থাকতে পারে ঘণ্টায় ১৫০ থেকে ১৭৫ কিলোমিটার। এর প্রভাবেই ১৩ থেকে ১৫ মে ত্রিপুরায় বজ্রবিদ্যুত সহ ঝড়ো হাওয়া সাথে বৃষ্টিপাত হবে।
আবহাওয়া দফতরের দেওয়া তথ্য অনুযায়ী, ১৩ মে দক্ষিণ, গোমতী এবং ধলাই জেলায় ভারী বৃষ্টিপাত হবে। কিন্তু ১৪ মে ওই তিন জেলায় অতি ভারী বৃষ্টিপাত সাথে বজ্রপাত এবং প্রায় ৭০ কিমি বেগে বাতাস বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তেমনি, ১৫ মে ঊনকোটি এবং উত্তর ত্রিপুরা জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। প্রশাসনকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য আবহাওয়া দফতর সুপারিশ করেছে।
2023-05-11

