কলকাতা, ১০ মে (হি. স.) : ‘দ্য কেরালা স্টোরি’ নিষিদ্ধ করার সিদ্ধান্তের বিরুদ্ধে আরও একটি জনস্বার্থ মামলা দায়ের করা হল কলকাতা হাই কোর্টে। এই নিয়ে রাজ্যের সিদ্ধান্তের বিরুদ্ধে তৃতীয় মামলাটি দায়ের হল উচ্চ আদালতে।
‘দ্য কেরালা স্টোরি’ নিয়ে তৃতীয় মামলাটি দায়ের করেছেন জনৈক নাগরিক পূর্ণিমা চক্রবর্তী। তিনি কলকাতা পুরসভার ২১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তাঁর হয়ে আদালতের দৃষ্টি আকর্ষণ করেন আইনজীবী ব্রজেশ ঝা। মামলা দায়েরের অনুমতিও পান।
সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ‘দ্য কেরালা স্টোরি’ রাজ্যে নিষিদ্ধ ঘোষণা করেছেন। এই সিদ্ধান্তের বিরুদ্ধে বুধবার সকালে হাই কোর্টে ২টি জনস্বার্থ মামলা দায়ের হয়। আইনজীবী অনিন্দ্যসুন্দর দাস এবং আইনজীবী দেবদত্ত মাঝি পৃথক ভাবে এ প্রসঙ্গে আদালতের দৃষ্টি আকর্ষণ করেন। হাই কোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম উভয় ক্ষেত্রেই মামলার অনুমতি দেন।