কলকাতা, ১০ মে (হি. স.) : নন্দীগ্রামে পথদুর্ঘটনায় শোক প্রকাশ করলেন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
বুধবার বিকেলে তিনি টুইটারে লিখেছেন, “আমার বিধানসভা কেন্দ্র নন্দীগ্রামে একটি দুর্ভাগ্যজনক বাস দুর্ঘটনার মর্মান্তিক খবরে আমি অত্যন্ত মর্মাহত। এখন পর্যন্ত ২ জন প্রাণ হারিয়েছে এবং ১৮ জনের বেশি আহত হয়েছে। আমার আন্তরিক সমবেদনা রইল প্রিয়জনদের হারিয়ে শোকাহত পরিবারের সদস্যদের প্রতি। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি ইশ্বরের কাছে। আমি আমার সীমিত সামর্থ্য অনুযায়ী তাঁদের প্রয়োজনীয় সব ধরনের সাহায্য করার চেষ্টা করব।“