কাঠমাণ্ডু, ১০ মে (হি.স.) : ভুটানি শরণার্থী মামলায় নেপালের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী বালকৃষ্ণ খান্ডকে বুধবার সকালে কাঠমান্ডুর বাড়ি থেকে পুলিশ গ্রেফতার করেছে।কাঠমান্ডু পুলিশ জানিয়েছে, তারা একটি ভুয়ো উদ্বাস্তু মামলায় জড়িত থাকার অভিযোগের পর খান্ডকে গ্রেফতার করার জন্য চাপের মধ্যে ছিল। খন্ডকে জিজ্ঞাসাবাদ শেষে গ্রেফতার করা হয়েছে।
খান্ড নেপালি কংগ্রেসের কেন্দ্রীয় সদস্য। তিনি দলের সভাপতি শের বাহাদুর দেউবার ঘনিষ্ঠ। প্রচণ্ডের নেতৃত্বাধীন সরকার ভুয়ো উদ্বাস্তু মামলাগুলির পুঙ্খানুপুঙ্খ তদন্ত চালাচ্ছে৷ পুলিশের ওয়ান্টেড তালিকায় রয়েছেন প্রাক্তন উপপ্রধানমন্ত্রী শীর্ষ বাহাদুর রায়মাঝি। তার ছেলেকেও আটক করা হয়েছে।এই মামলায় তৎকালীন স্বরাষ্ট্রসচিব টেকনারায়ণ পান্ডেকেও গ্রেফতার করা হয়েছে। ভুয়ো উদ্বাস্তুদের যুক্তরাষ্ট্রে পাঠানোর চেষ্টায় জড়িত থাকার অভিযোগে এ পর্যন্ত ১২জন ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।