বিগত ৯ বছরে প্রতি মাসে একটি করে নতুন মেডিকেল কলেজ খোলা হয়েছে দেশে : প্রধানমন্ত্রী

মাউন্ট আবু, ১০ মে (হি.স.): রাজস্থানের মাউন্ট আবুতে গ্লোবাল ইনস্টিটিউট অফ হেলথ সায়েন্সের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী মোদী। বুধবার এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেছেন, বিগত ৯ বছরে প্রতি মাসে একটি করে নতুন মেডিকেল কলেজ খোলা হয়েছে দেশে। প্রধানমন্ত্রীর কথায়, দেশে বিগত ৯ বছরে ৩০০টির বেশি নতুন মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয়েছে। ২০১৪ সালের আগে প্রায় ৫০ হাজারের তুলনায় বর্তমানে ১ লক্ষের বেশি এমবিবিএস আসন রয়েছে।

প্রধানমন্ত্রী আরও বলেছেন, দেশে যখন করোনা মহামারী এসেছিল, শতাব্দীর সবচেয়ে বড় সংকট, তখনও কংগ্রেস গুজব ছড়ানোর চেষ্টা করেছিল… ভ্যাকসিন নিয়ে মানুষকে উস্কে দিয়েছিল। কংগ্রেস চেয়েছিল আরও বেশি সংখ্যক মানুষ মারা যাক এবং তারা মোদীর ঘাড় ধরুক। মোদী বলেছেন, কংগ্রেসের শাসনে রাজস্থানের আইন-শৃঙ্খলা পুরোপুরি ধ্বংস হয়ে গিয়েছে। রাজস্থানে যেখানে গুরুতর অপরাধ বিরল ছিল, এখন অপরাধীরা নির্ভয়ে ঘুরে বেড়াচ্ছে এবং কংগ্রেস ব্যবস্থা নিতে ভয় পাচ্ছে।

প্রধানমন্ত্রী আরও বলেছেন, গত ৫ বছর ধরে রাজস্থানে রাজনৈতিক লড়াই দেখছি। জনস্বার্থের পরিবর্তে এখানে চেয়ার লুটপাট আর চেয়ার বাঁচানোর খেলা চলছে। কয়েক দশক ধরে কংগ্রেস যে ধরনের রাজনীতি করেছে, তাতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে দলিত, পিছিয়ে পড়া ও আদিবাসী সম্প্রদায়। আদিবাসী সমাজ বহু বছর ধরে কংগ্রেসকে বিশ্বাস করেছিল, কিন্তু তারা কী পেল? শুধু অভাব, অসুবিধা আর সুযোগের অভাব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *