গান্ধীনগর: পার্ক করা বাসের সঙ্গে বিলাসবহুল বাসের ধাক্কায় মৃত্যু ৫ জনের

গান্ধীনগর, ১০ মে (হি.স.) : গান্ধীনগর জেলার অম্বিকা বাস স্ট্যান্ডের কাছে সড়ক দুর্ঘটনায় পাঁচজনের মৃত্যু হয়েছে। নিহতরা সবাই একটি বাসের সামনে দাঁড়িয়ে বাসের জন্য অপেক্ষা করছিলেন। এসময় একটি দ্রুতগতির বিলাসবহুল বাস পেছন থেকে পার্ক করা বাসটিকে ধাক্কা দেয়। এতে বাসের সামনে দাঁড়িয়ে থাকা ৫ যাত্রীর মৃত্যু হয়। এ ঘটনায় আরো ৭ যাত্রীর ছোট-বড় আহত হওয়ার খবর পাওয়া গেছে। পুলিশ জানিয়েছে, মৃতদের মধ্যে শারদাবেন জাগারিয়া (৫০), বলবন্ত ঠাকুর (৪৫), দিলীপসিংহ ভিহোল (৪৮), পার্থ প্যাটেল (২২) এবং আরও একজনের নাম রয়েছে।

অম্বিকা বাসস্ট্যান্ডে বেশ কয়েকজন যাত্রী কাজে যাওয়ার জন্য বাসের অপেক্ষায় দাঁড়িয়ে ছিলেন। এখানে একটি আকাশী নীল রঙের রোডওয়েজ বাস দাঁড়িয়ে ছিল। এসময় একটি দ্রুতগতির বিলাসবহুল বাস পেছন থাকা রোডওয়েজ বাসটিকে ধাক্কা দেয়। এতে দাঁড়িয়ে থাকা বাসটি দ্রুত চলে গেলে সেখানে দাঁড়িয়ে থাকা যাত্রীরা তার কবলে পড়ে। এ দুর্ঘটনায় ৫ জন নিহত ও ৭ যাত্রী আহত হয়েছেন।