আগরতলা, ১০ মে (হি.স.): ঘূর্ণিঝড়ের সতর্কতা জারি হয়েছে ত্রিপুরাতেও। আগামী ১৩ মে ভারী এবং ১৪ মে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাসের জেরে ত্রিপুরায় ৮ জেলায় আজ সতর্কতা জারি হয়েছে। সমস্ত জেলাশাসকদের পরিস্থিতি মোকাবিলায় সব রকমের ব্যবস্থা রাখার পরামর্শ দেওয়া হয়েছে।
বঙ্গোপসাগরের বুকে তৈরি হতে চলেছে ঘূর্ণিঝড়। ফলে, তামিলনাড়ু, পন্ডিচেরী, অন্ধ্রপ্রদেশ, আন্দামান-নিকোবার, পশ্চিমবঙ্গ, ওড়িশা, ত্রিপুরা, অসম, মিজোরাম, মণিপুর এবং নাগাল্যান্ডকে সতর্ক থাকার জন্য আবহাওয়া দফতর থেকে পরামর্শ দেওয়া হয়েছে। নিম্নচাপের জেরে আন্দামান-নিকোবার, ত্রিপুরা, মিজোরাম, নাগাল্যান্ড, মণিপুর, পূর্ব অরুণাচল প্রদেশ এবং দক্ষিণ অসমে ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে।
জাতীয় বুলেটিন থেকে জানা গেছে, আন্দামান-নিকোবার দ্বীপপুঞ্জে ১১ এবং ১২ মে ভারী বৃষ্টিপাত হবে। তেমনি, ত্রিপুরা এবং মিজোরামে ১৩ মে ভারী এবং ১৪ মে অতি ভারী বৃষ্টিপাত হবে। নাগাল্যান্ড, মণিপুর, পূর্ব অরুণাচল প্রদেশ এবং দক্ষিণ অসমে ১৪ মে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
তাই, আজ ত্রিপুরার রাজস্ব দফতরের বিশেষ সচিব এ. কে. ভট্টাচার্য আট জেলার জেলাশাসকদের সমস্ত পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন। স্বেচ্ছাসেবক, এনডিআরএফ, এসডিআরএফ, টিএসআর, দমকল বাহিনীকে প্রস্তুত রাখার পাশাপাশি নৌকা, লাইফ জেকেট এবং বন্যা নিয়ন্ত্রণে সামগ্রী মজুত রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া, নদীর জলস্তর, পাড় ইত্যাদির দিকে ক্রমাগত নজর রাখতে বলা হয়েছে। এছাড়াও, প্রয়োজনীয় সমস্ত ব্যবস্থা করার জন্যও বলা হয়েছে।
2023-05-10