সিবিএসই দশম, দ্বাদশের ফল নিয়ে ভুয়ো খবর ছড়ানোয় বিভ্রান্তি

কলকাতা, ১০ মে (হি. স.) : সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (সিবিএসই)-র অধীন স্কুলগুলিতে দশম এবং দ্বাদশ শ্রেণির পরীক্ষার ফলপ্রকাশের দিন নিয়ে বুধবার একপ্রস্থ বিভ্রান্তি দেখা দেয়। সমাজমাধ্যমে ওই ফলপ্রকাশের দিন ঘোষণা করে ভুয়ো খবর ছড়ায়। পরে সিবিএসই-র তরফে খবরটিকে ভুয়ো বলে জানানো হয়।

বুধবার খবর ছড়ায়, সিবিএসই বোর্ড দশম এবং দ্বাদশ শ্রেণির ফল প্রকাশ করবে ১১ মে, বৃহস্পতিবার। সেই দিন জানিয়ে শিক্ষক শিক্ষিকা, ছাত্রছাত্রী এবং অভিভাবকদের বিভিন্ন হোয়াটস্‌অ্যাপ গ্রুপে একটি চিঠি ছড়িয়ে পড়ে। চিঠিতে বোর্ডের ডিরেক্টর জোসেফ এমানুয়েলের নকল স্বাক্ষরও ছিল বলে দাবি। স্বভাবতই চিঠিটিকে সত্যি ভেবেছিলেন সকলে। আচমকা এই ঘোষণায় বিভ্রান্তি ছড়ায়।

পরে সিবিএসই-র তরফে নিশ্চিত করা হয়, সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া চিঠিটি ভুয়ো। তাদের অফিশিয়াল ওয়েবসাইটেও এমন কোনও চিঠি প্রকাশ করা হয়নি। সিবিএসই দশম ও দ্বাদশের ফল প্রকাশ করার প্রস্তুতি নিচ্ছে ঠিকই, তবে বৃহস্পতিবার তা হচ্ছে না।

তবে শীঘ্রই সিবিএসই বোর্ড ফল প্রকাশ করতে চলেছে, জানা গিয়েছে সূত্র মারফত। হয়তো চলতি সপ্তাহের মধ্যেই দশম এবং দ্বাদশের ফল প্রকাশ করবে সিবিএসই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *