দিনহাটা, ১০ মে (হি. স.) : কোচবিহারের গিতালদহে লাগাতার গোষ্ঠী সংঘর্ষের জেরে তৃণমূলের বহিষ্কৃত দাপুটে নেতা তথা পঞ্চায়েত সদস্য আবু আল আজাদ ও পঞ্চায়েত সমিতির সদস্য সহ ৬ জনকে গ্রেফতার করল দিনহাটা থানার পুলিশ। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে ৩টি আগ্নেয়াস্ত্র ও ১১ রাউন্ড গুলি।
বুধবার পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার রাতে গিতালদহে বিশাল পুলিশবাহিনী অভিযান চালিয়ে অভিযুক্তদের গ্রেফতার করে। ধৃত ওই পঞ্চায়েত সদস্যের নাম জাকির হোসেন। তিনি তৃণমূলের গিতালদহ-১ অঞ্চলের চেয়ারম্যান পদে রয়েছেন। পঞ্চায়েত নির্বাচনের আগে লাগাতার গোষ্ঠী সংঘর্ষের জেরে এই পুলিশি অভিযান। গিতালদহে তৃণমূল নেতাদের ধরতে গেলে বাধা পেতে হয় পুলিশের একাংশকে। এরপর পুলিশ পার্টি অফিসে ভাঙচুর করে বলে অভিযোগ। এদিন কোচবিহারের অতিরিক্ত পুলিশ সুপার কুমার সানিরাজ বলেন, ‘৬ জনকে গ্রেফতার করা হয়েছে। লাগাতার অভিযান চলবে।’