চেন্নাই, ৯ মে (হি.স.): নিষিদ্ধ সংগঠন পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া (পিএফআই)-র বিরুদ্ধে ফের অভিযানে নামল জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)। মঙ্গলবার সকাল থেকে তামিলনাড়ুর চারটি জেলার মোট ৬টি ঠিকানায় তল্লাশি অভিযান চালিয়েছে এনআইএ। এই চারটি জেলা হল-মাদুরাই, চেন্নাই, ডিন্ডিগুল ও থেনি। এনআইএ সূত্রের খব, তামিলনাড়ুর ৪টি জেলার ৬টি জায়গায় মঙ্গলবার সকাল থেকে তল্লাশি অভিযান চালানো হচ্ছে।
এনআইএ সূত্রের খবর, তামিলনাড়ুর ডিন্ডিগুল জেলায় একজনকে আটক করা হয়েছে। ডিন্ডিগুল জেলার পাজানি থেকে নিষিদ্ধ সংগঠন পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়ার মাদুরাই আঞ্চলিক সভাপতি মহম্মদ কায়সারকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।