কলকাতা, ৯ মে (হি. স.) : রাজ্য সরকারের ‘দ্য কেরালা স্টোরি’ নিষেধাজ্ঞার সিদ্ধান্তকে ‘স্বাগত’ জানিয়ে বাংলার বর্তমান অবস্থা স্মরণ করিয়েছেন অভিনেতা কৌশিক সেন। তিনি বলেন, ‘‘এই সময়ে পশ্চিমবঙ্গের প্রেক্ষিতে আমার কাছে ব্যাপারটা দুঃখজনক মনে হয়নি। আমরা যখন ইতিহাসের কথা বলি, তখন মনে রাখতে হবে আমাদের চারপাশটা কত বদলে গিয়েছে। আগে যেটা বুঝতে পারিনি বা বিশ্বাস করিনি কিন্তু এখন বুঝি যে, আমাদের অনেকের মনের গভীরে সাম্প্রদায়িকতা বাস করে।’’
শিল্পের স্বাধীনতার কথা বলতে গেলে সমাজের কথাও মাথায় রাখতে হয় বলেই দাবি তাঁর। কৌশিকবাবুর কথায়, ‘‘আমরা শিল্পের স্বাধীনতার কথা বলতে গিয়ে চারপাশের বদলে যাওয়াটা মনে রাখি না। আমরা অতীতে কবে দেখেছিলাম যে, মা দুর্গার অসুরকে গান্ধীজির মতো দেখতে? গরিব মানুষ এই ছবিগুলো দেখতে যাবেন না। কিন্তু গোষ্ঠীসঙ্ঘাত হলে তাঁরাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হন। যাঁরা এই ছবি দেখবেন, সেই মধ্যবিত্ত শিক্ষিত সমাজটাই সবচেয়ে বেশি সাম্প্রদায়িক। সব ধর্মেই। তাঁরা সমাজমাধ্যমকে ব্যবহার করে বিদ্বেষ ছড়াবেন। কিন্তু গোলমাল হলে তাঁদের গায়ে আঁচ লাগে না। ভোগেন গরিবরা।’’
এর পরেই রাজ্যের সিদ্ধান্তকে ‘স্বাগত’ জানিয়ে কৌশিকবাবু বলেন, ‘‘পশ্চিমবঙ্গে সাম্প্রতিক কালে যা যা ঘটেছে, তাতে ঝড়ের পূর্বাভাস রয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে আবার একটা হিংসার পরিবেশ তৈরি হতে পারে। প্রশাসন সেই ঝুঁকিটা নেবে কেন?’’