কলকাতা, ৯ মে (হি. স.) : বিতর্কিত ছবি ‘দ্য কেরালা স্টোরি’ বাংলায় বিতর্ক তৈরি করার আগেই তা ‘নিষিদ্ধ’ ঘোষণা করে দিয়েছে রাজ্য সরকার। ঘনিষ্ঠ বিশিষ্টজনেদের একাংশ এমনটা করা ঠিক হয়নি বলে সরব হয়েছেন। নাট্যব্যক্তিত্ব সুমন মুখোপাধ্যায়ও এই মত পোষণ করলেন।
মঙ্গলবার তিনি সংবাদমাধ্যমে বলেন, ‘‘এই ছবিটা ঠিক কেমন আমি জানি না। তবে আমি যে কোনও নিষেধাজ্ঞারই বিরুদ্ধে। ‘হারবার্ট’ একটা সময় নন্দন দেখাবে না বলেছিল। ‘হ্যাংম্যান স্টোরি’ বলে একটা ছবি হয়েছিল, যেটা নিয়ে তৎকালীন বুদ্ধদেব ভট্টাচার্য খুব রেগে গিয়েছিলেন। ‘ফায়ার’ ছবির প্রদর্শন নিয়েও অনেক বিতর্ক হয়েছে। কিন্তু এ ভাবে কোনও ছবি পুরোপুরি নিষিদ্ধ করার কথা আমার মনে নেই।’’
নাট্যব্যক্তিত্ব দেবেশ চট্টোপাধ্যায়, সুমন মুখোপাধ্যায়েরা বিভিন্ন সময়ে তৃণমূলের পাশে দাঁড়ালেও এক্ষেত্রে একেবারে উল্টো মেরুতে অবস্থান করছেন তাঁরা। তবে মমতার সিদ্ধান্তের পাশে রয়েছেন কবি সুবোধ সরকার, কৌশিক সেনরা।
সোমবার নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, শান্তি-সৌহার্দ্য বজায় রাখতে এই রাজ্যে ‘দ্য কেরালা স্টোরি’ নিষিদ্ধ করা হল। এই সিনেমায় যে সব দৃশ্য দেখানো হয়েছে, তা রাজ্যের শান্তিশৃঙ্খলার পক্ষে বিপজ্জনক হতে পারে। তাই ছবিটি নিষিদ্ধ করা হল। কলকাতা থেকে জেলা— সর্বত্র শান্তি বজায় রাখতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাজ্য সরকারের তরফে ‘দ্য কেরালা স্টোরি’ ছবিটি নিষিদ্ধ করার সঙ্গে সঙ্গেই ওই সিদ্ধান্তকে ‘জেহাদিদের কাছে আত্মসমর্পণ’ বলে মন্তব্য করেছে বিজেপি। দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার থেকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী-সহ অন্য নেতারা ওই সিদ্ধান্তের প্রতিবাদ করেছেন। আগেই এই ছবিটির প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।