মংপুতে বিশেষ অনুষ্ঠান, রবীন্দ্র জয়ন্তী পালিত হবে নেপালী সংস্কৃতিতেও

দার্জিলিং, ৮ মে (হি. স.) : পাহাড়ের নেপালী সংস্কৃতিতে পালন করা হবে রবীন্দ্র জয়ন্তী। রবীন্দ্র জয়ন্তীকে ঘিরে উন্মাদনা তৈরি হয়েছে পাহাড় জুড়ে৷ মঙ্গলবার দার্জিলিং জেলা তথ্য সংস্কৃতি বিভাগ, কার্শিয়াং তথ্য সংস্কৃতি বিভাগ ও শিলিগুড়ি মহকুমা তথ্য সংস্কৃতি বিভাগের তরফে রবীন্দ্র জয়ন্তীর আয়োজন করা হবে।

ভবন সেজে উঠছে ফুলের মালায়। পাহাড়ের প্রত্যন্ত এলাকা থেকে শিল্পীরা আসবেন সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নিতে। উপস্থিত থাকবেন দার্জিলিং-এর জেলাশাসক এস পুন্নমবলম, জিটিএ’র চিফ এগজিকিউটিভ অনিত থাপা, শিলিগুড়ির মেয়র গৌতম দেব-সহ অন্যান্য অতিথিরা।

মংপুর বাড়িতে কবিগুরু এসেছিলেন চারবার। তিনি প্রথম আসেন ১৯৩৮ সালের ২১ মে, তারপর ১৯৩৯ সালের ১৪ মে ও ১২ সেপ্টেম্বর এবং সবশেষে ১৯৪০ সালের ২১ এপ্রিল। সেখানে তাঁর ব্যবহৃত নানা জিনিস রয়েছে। এমনকী তার আঁকা ছবি, লেখা, কবিতাও রয়েছে। ওই ভবন মাঝে সংস্কারের অভাবে ধুঁকছিল। পরে রাজ্যে পালাবদল হলে বর্তমান রাজ্য সরকার ওই ভবন সংস্কার করে।

২০১৭ সাল থেকে ভবন সংস্কার শুরু হয় ও ২০২২ সালে সেই কাজ শেষ হয়েছে। শুধু তাই নয়, এই ভবন এখন পর্যটকদের কাছে অন্যতম আকর্ষণ। তবে রবীন্দ্র জয়ন্তীতে সকলের জন্য এখানে থাকে অবারিত দ্বার। ওইদিন নানা অনুষ্ঠানে মুখরিত হয়ে উঠবে রবীন্দ্র ভবন। এমনকী নেপালি ভাষায় রবীন্দ্র সঙ্গীত পরিবেশন হবে। শিলিগুড়ি থেকে দুটি দল যাচ্ছে মংপুতে। এছাড়া কার্শিয়াং ও দার্জিলিং থেকেও সাংস্কৃতিক দল আসবে। সব মিলিয়ে জমজমাট আয়োজন করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *