সন্তোষ স্মৃতি এ-ডিভিশন লীগ ক্রিকেটে মৌচাককে হারিয়ে বিসিসি-র জয় অব্যাহত

বি সি সি-‌১০৫/১০(৩৪.২)

মৌচাক-‌৬৩/১০(৩৩.১)

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৮ মে।।লো-‌স্কোরিং ম্যাচে দাপট স্পিনারদের। আর স্পিনারদের হাত ধরেই জয়ে ফিরলো বি সি সি। নরসিংগড় পুলিস ট্রেণিং আকাদেমি মাঠে অনুষ্ঠিত ম্যাচে বি সি সি ৪২ রানে পরাজিত করে মৌচাককে। বি সি সি-‌র গড়া ১০৫ রানের জবাবে মৌচাক মাত্র ৬৩ রান করতে সক্ষম হয়। বিজয়ী দলের সাগর শর্মা ৪৪ রান করেন। সকালে টসে জয়লাভ করে প্রথমে ব্যাট করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে যায় বি সি সি। একসময় ১০ রানে ৫ উইকেট হারিয়ে দল ছিলো খাদের কিনারায়। ওই অবস্থায় সাগর শর্মা কিছুটা প্রতিরোধ গড়ে তুলেন। এবং দলকে ১০৫ রানে নিয়ে যেতে মূখ্য ভূমিকা নেন। সাগর ৭৭ বল খেলে ৬ টি বাউন্ডারির সাহায্যে ৪৫ রান করেন। এছাড়া দলের পক্ষে অভিজিৎ দেববর্মা ২৯ বল খেলে ৩ টি বাউন্ডারির সাহায্যে ১৮ এবং প্রীয়ান্স মিত্র ৭ বল খেলে ৪ টি বাউন্ডারির সাহায্যে ১৬ রান করেন। মৌচাকের পক্ষে শ্যামল বিশ্বাস (‌৪/‌২৯), দলনায়ক ধনবীর সিং (‌২/‌৮) এবং রোহন বিশ্বাস (‌২/‌২৪) সফল বোলার। জবাবে খেলতে নেমে ‌‌‌‌বি সি সি-‌র বোলারদের আটোসাটো বোলিংয়ে মৌচাক মাত্র ৬৩ রান করতে সক্ষম হয়। শুরু থেকেই অত্যাধিক ধীর গতিতে ব্যাট করার শেষ পর্যন্ত খেসারত দিতে হলো মৌচাককে। দলের পক্ষে প্রীতম দাস ৫৬ বল খেলে ১ টি বাউন্ডারির সাহায্যে ১৯, শশীকান্ত বিন ৬৩ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে  ১৭ এবং ধনবীর সিং ২১ বল খেলে ১ টি বাউন্ডারির সাহায্যে ১২ রান করেন। বি সি সি-‌র পক্ষে রাজদীপ দত্ত (‌৩/‌১৩), অভিজিৎ দেববর্মা (‌২/‌৭), অনুজ পাল (‌২/‌১২) এবং কমল দাস (‌২/‌১৫) সফল বোলার।‌‌‌‌‌

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *