নাম না করে বাংলায় না এসে অমিত শাহকে মণিপুরে যাওয়ার পরামর্শ মমতার

কলকাতা, ৮ মে (হি. স.) : সোমবার রাতেই কলকাতায় আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ৷ তার আগে অমিত শাহের উদ্দেশ্যে পরামর্শ ছুঁড়ে দিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ তাঁর পরামর্শ, বাংলায় না এসে এখন মণিপুরে যাওয়া উচিত কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর।

সোমবার নবান্নে সাংবাদিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী৷ সেই সাংবাদিক বৈঠকেই তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর উদ্দেশ্যে এই পরামর্শ ছুঁড়ে দেন৷ তবে তিনি একবারও অমিত শাহের নাম মুখে আনেননি৷ কেন্দ্রীয় সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তি বলে উল্লেখ করেছেন ৷ একই সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট করে দিয়েছেন যে তিনি অমিত শাহের বাংলায় আসার বিরোধী নন৷ তিনি সব সময় এই রাজ্যে স্বাগত জানাতে চান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে ৷ কিন্তু এখন তিনি মনে করেন যে শাহের মণিপুরে আগে যাওয়া উচিত৷

প্রসঙ্গত, গত বুধবার থেকে মণিপুরে অশান্তি শুরু হয়েছে ৷ গত বৃহস্পতিবার সেখানে গোলমাল থামাতে শুট অ্যাট সাইটের নির্দেশ দেওয়া রাজ্যপালের তরফে৷ সেদিনই উত্তর পূর্ব ভারতের ওই রাজ্যের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে টুইট করেছিলেন বাংলার মুখ্যমন্ত্রী৷ নাম না করে বিজেপির উদ্দেশ্য়ে বার্তাও দিয়েছিলেন৷ কর্ণাটকের ভোট নিয়ে ব্যস্ত না থেকে মণিপুরে নজর দেওয়া উচিত বলে মত প্রকাশ করেছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *