হাইলাকান্দির সৈনিক সন্তানদের সিইই পরীক্ষার দরখাস্ত আহ্বান

হাইলাকান্দি (অসম), ৮ মে (হি.স.) : হাইলাকান্দি জেলার সৈনিক সন্তানদের সিইই পরীক্ষার অনলাইন রেজিস্ট্রেশনের জন্য দরখাস্ত আহ্বান করা হয়েছে।

জেলা সৈনিক কল্যাণ আধিকারিক এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, অগ্নিপথ নামক এই রেজিস্ট্রেশনের বিশদ বিবরণ জেলা সৈনিক কল্যাণ আধিকারিকের কার্যালয় পাওয়া যাবে।