আজ সাগরে উন্মোচন হবে প্রাক্তন প্রধানমন্ত্রী বাজপেয়ীর মূর্তি

সাগর(মধ্যপ্রদেশ), ৭ মে (হি.স.) : আজ রবিবার বিকেল ৫টায় মধ্যপ্রদেশের সাগরে উন্মোচন করা হবে প্রাক্তন প্রধানমন্ত্রী প্রয়াত অটল বিহারী বাজপেয়ীর মূর্তি। মোড়ক উন্মোচন অনুষ্ঠান হবে সাগর শহরের তিলি রোডে অবস্থিত অটল পার্কে। এ খবর জানিয়েছেন জনসংযোগ কর্মকর্তা মনোজ নেমা।

তিনি জানান, অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন রাজ্যের পূর্তমন্ত্রী গোপাল ভার্গব। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন নগর উন্নয়ন ও আবাসন মন্ত্রী ভূপেন্দ্র সিং। বিশেষ অতিথি থাকবেন রাজস্ব ও পরিবহন মন্ত্রী গোবিন্দ সিং রাজপুত। আঞ্চলিক সাংসদ রাজ বাহাদুর সিং, বিধায়ক শৈলেন্দ্র জৈন, প্রদীপ লারিয়া, মহেশ রাই, মেয়র সঙ্গীতা সুশীল তিওয়ারি, জেলা পঞ্চায়েত সভাপতি হীরা সিং রাজপুত, খনিজ উন্নয়ন নিগমের সহ-সভাপতি রাজেন্দ্র সিং মোকালপুর, বিজেপি জেলা সভাপতি গৌরব সিরোথিয়া, কর্পোরেশনের সভাপতি বৃন্দাবন আহিরওয়ার। অনুষ্ঠান হবে ডিভিশনাল কমিশনার ডঃ বীরেন্দ্র সিং রাওয়াত, কালেক্টর দীপক আর্য, পুলিশ সুপার অভিষেক তিওয়ারি, মিউনিসিপ্যাল কমিশনার চন্দ্রশেখর শুক্লাও এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।
মেয়র সঙ্গীতা তিওয়ারি এবং প্রতিনিধি ডাঃ সুশীল তিওয়ারি জেলার নাগরিকদের বাজপেয়ীর মূর্তি উন্মোচনে অংশগ্রহণ করে অনুষ্ঠানটিকে মর্যাদাপূর্ণ করার জন্য আবেদন জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *