বনগাঁ, ৭ মে (হি. স.) : অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে মুদ্রা পাচারের চেষ্টা । রবিবার বাংলাদেশি মুদ্রা পাচারের সময় বনগাঁর পেট্রাপোল সীমান্তে হাতেনাতে ধরা পড়ল তিনযাত্রী। তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে ২ লক্ষ ১ হাজার বাংলাদেশি মুদ্রা। সকলেই নদিয়া জেলার বাসিন্দা। তিনজনকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে বিএসএফ জওয়ানরা ডেকে তল্লাশি চালাতেই উদ্ধার হয় এই বাংলাদেশি মুদ্রা। তাদের তুলে দেওয়া হয়েছে শুল্ক দফতরের হাতে।
রবিবার কর্তব্যরত বিএসএফ কর্মীরা আইসিপি পেট্রাপোলের প্যাসেঞ্জার টার্মিনালে তিনজনকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে বিএসএফ জওয়ানরা ডেকে তল্লাশি চালায়। তল্লাশির সময়ে তাদের কাছ থেকে অবৈধ বাংলাদেশি মুদ্রা উদ্ধার করা হয়। তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে ২ লক্ষ ১ হাজার বাংলাদেশি মুদ্রা। জওয়ানরা যাত্রীদের কাছে মুদ্রার বিষয়ে জিজ্ঞাসা করলে তাঁরা কোনও সন্তোষজনক উত্তর দিতে পারেনি। এরপরে যাত্রীদের আটক করা হয় এবং শুল্ক আইন, ১৯৬২ লঙ্ঘন করে মুদ্রা বাজেয়াপ্ত করা হয়। আটক হয়েছেন অমিত কুমার মজুমদার, অঙ্কন মজুমদার এবং সুনীল বিশ্বাস। সকলেই নদিয়া জেলার বাসিন্দা। নিজেদের কীর্তির কথা তারা স্বীকার করেছে বলে দাবি বিএসএফের।তাদের তুলে দেওয়া হয়েছে শুল্ক দফতরের হাতে।