চুড়াইবাড়ি গেইটে ৬০ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার, বাজারমূল্য ৬ কোটি টাকা, ধৃত তিন

ধর্মনগর(ত্রিপুরা), ৬ মে (হি. স.) : চলতি বছরে এখন পর্যন্ত সর্বাধিক নেশা সামগ্রী উদ্ধারে সক্ষম হয়েছে ত্রিপুরা পুলিশ। আজ শনিবার সকাল ছয়টা নাগাদ চুড়াইবাড়ি গেইটে ৬০ হাজার ইয়াবা ট্যাবলেট সহ তিনজনকে আটক করেছে উত্তর ত্রিপুরা পুলিশ। ওই অভিযানে উত্তর ত্রিপুরা জেলা পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী নেতৃত্ব দিয়েছেন। তিনি জানিয়েছেন, উদ্ধার নেশা সামগ্রীর বাজার মূল্য প্রায় ছয় কোটি টাকা।

এদিন তিনি জানান, গোপন সুত্রে খবর পাওয়া গিয়েছিল অসম থেকে ইয়াবা ট্যাবলেট নিয়ে একটি গাড়ি ত্রিপুরায় প্রবেশ করবে। সে মোতাবেক চুড়াইবাড়ি গেইটে কঠোর নজরদারির ব্যবস্থা করা হয়েছিল। সকাল ছয়টা নাগাদ টিআর০১এফ২৯৩৮ নম্বরের বুলেরো গাড়ি আটক করে তাতে তল্লাশি চালানো হয়েছিল। গাড়িতে ৬০ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার হয়েছে। যার বাজারমূল্য প্রায় ছয় কোটি টাকা হবে।

তিনি বলেন, ধৃত তিনজন শুভঙ্কর দেবনাথ, ইদ্রিস মিয়া এবং রজত পাল সোনামুড়া মহকুমায় ধনপুরের বাসিন্দা বলে পরিচিতি মিলেছে। তিনজনকেই চুড়াইবাড়ি থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। তাঁদের বিরুদ্ধে এনডিপিএস মামলা রুজু করা হয়েছে। পুলিশ নেশা সামগ্রী পাচারে ব্যবহৃত গাড়িটিও আটক করে থানায় নিয়ে গেছে, জানান তিনি। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *