শ্রীনগর, ৪ মে (হি.স.): কাশ্মীর উপত্যকায় জঙ্গি নিকেশ অভিযানে ফের সাফল্য পেল সুরক্ষা বাহিনী। এবার জম্মু ও কাশ্মীরের বারামুল্লা জেলায় সুরক্ষা বাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে মৃত্যু হয়েছে দুই লস্কর-ই-তৈবা জঙ্গির। এডিজিপি কাশ্মীর বিজয় কুমার জানিয়েছেন, নিহত দুই জঙ্গি লস্কর-ই-তৈবা জঙ্গি সংগঠনের সদস্য ছিল ও শোপিয়ানের বাসিন্দা। সন্ত্রাসীদের নাম-শাকির মজিদ নাজার এবং হানান আহমেদ সেহ। দু’জনই ২০২৩ সালের মার্চ মাসে সন্ত্রাসবাদে যোগ দিয়েছিল। প্রসঙ্গত, বিগত ২৪ ঘন্টার মধ্যে কাশ্মীরে এটি দ্বিতীয় এনকাউন্টার। এর আগে বুধবার কাশ্মীরের কুপওয়ারা জেলায় খতম হয়েছিল দুই সন্ত্রাসবাদী।
কাশ্মীর জোন পুলিশ জানিয়েছে, সন্ত্রাসবাদীদের গতিবিধি সম্পর্কে টের পাওয়ার পর বৃহস্পতিবাবার ভোর থেকে বারামুল্লা জেলার ওয়ানিগাম পায়েন ক্রিরি এলাকায় অভিযান চালায় সুরক্ষা বাহিনী। পুলিশ ও সুরক্ষা বাহিনী চারিদিক থেকে গোটা এলাকা ঘিরে ফেলে। এনকাউন্টার শুরু হলেও, দীর্ঘ গুলির লড়াইয়ের পর দুই জঙ্গি মারা পড়েছে। পুলিশ জানিয়েছে, এনকাউন্টারস্থল থেকে উদ্ধার হয়েছে একটি একে-৪৭ রাইফেল ও একটি পিস্তল-সহ আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও নিষিদ্ধ সামগ্রী।