আগরতলা, ৪ মে (হি.স.) : রেডিওগ্রাফার নিয়োগের দাবিতে ফের স্বাস্থ্য দফতরের অধিকর্তার নিকট ডেপুটেশনে মিলিত হয়েছেন প্রশিক্ষণপ্রাপ্ত বেকার যুবক যুবতীরা। তাঁদের দাবি, অতিসত্বর নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হোক।
প্রশিক্ষণপ্রাপ্ত জনৈক রেডিওগ্রাফার জানিয়েছেন, ত্রিপুরায় প্রায় ৩৫০জন প্রশিক্ষণপ্রাপ্ত রেডিওগ্রাফার আছেন। এয়োদশ বিধানসভা নির্বাচনের আগে স্বাস্থ্য দপ্তরের অধিকর্তার নিকট ডেপুটেশনে মিলিত হলে সকলকেই আশ্বাস দেওয়া হয়েছিল অতিসত্বর নিয়োগ প্রক্রিয়া শুরু করা হবে। তাঁদের অভিযোগ,পর্রবতী সময়ে স্বাস্থ্য দফতর থেকে ১০৬টি শূন্যপদের বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল। কিন্তু এখনো পর্যন্ত একজনকেও নিয়োগ করা হয়নি।
তাঁদের আরও অভিযোগ, সর্বশেষ ২০১৭ সালে রেডিওগ্রাফার নিয়োগ করা হয়েছিল। তারপর থেকে স্বাস্থ্য দপ্তর নতুন কাউকেই ওই পদে নিয়োগ করেনি। কিন্তু রাজ্যের বিভিন্ন হাসপাতালে রেডিওগ্রাফার কর্মীর অভাবে পরিষেবায় ব্যাহত হচ্ছে। তাই নিয়োগের দাবিতে পুনরায় স্বাস্থ্য দফতরে অধির্কতার নিকট ডেপুটেশনে মিলিত হয়েছে বেকার যুবক যুবতীরা।

