নয়াদিল্লি, ৪ মে (হি.স.): মধ্যরাতে ধুন্ধুমার কাণ্ড দিল্লির যন্তর মন্তরে, যৌন নিপীড়নের অভিযোগে অবস্থানরত কুস্তিগীরদের সঙ্গে দিল্লি পুলিশের সংঘাত নতুন করে উত্তেজনার সৃষ্টি করেছে। এ বিষয়ে অবশ্য ডিসিপি প্রণব তায়াল বলেছেন, “সোমনাথ ভারতী যন্তর মন্তরে প্রতিবাদের স্থানে ভাঁজ করা বিছানা নিয়ে আসেন। যেহেতু সেখানে কোনও অনুমতি ছিল না, আমরা অনুমতি দিইনি, তাই প্রতিবাদী কুস্তিগীরদের সমর্থকদের কেউ কেউ ট্রাক থেকে বিছানাগুলি বের করার চেষ্টা করে এবং এর ফলে হাতাহাতি হয়।” ডিসিপি আরও জানিয়েছেন, “আমরা কুস্তিগীরদের বলেছি তাঁদের অভিযোগ জানাতে এবং যথাযথ ব্যবস্থা নেব।
ভারতীয় কুস্তি সংস্থার সভাপতি ব্রিজভূষণ শরণ সিংয়ের গ্রেফতারি চেয়ে দিল্লির যন্তর মন্তরে চলছে কুস্তিগীরদের আন্দোলন। সেখানেই বুধবার মধ্যরাতে হঠাৎ পুলিশ এবং বিক্ষোভকারীদের মধ্যে শুরু হয় কথা কাটাকাটি। শেষ পর্যন্ত তা হাতাহাতিতে পৌঁছয়। বৃহস্পতিবার কুস্তিগীরদের আন্দোলন দ্বাদশতম দিনে পড়েছে। বিনেশ ফোগট বলেন, “সারা দিন বৃষ্টি হওয়ার ফলে মাটি ভিজে থাকায় আমরা বিক্ষোভস্থলে খাট পাতার চেষ্টা করছিলাম। তখনই পুলিশ আমাদের উপর হামলা করে। একজনও মহিলা পুলিশকর্মী ছিলেন না। এই সময় ধাক্কধাক্কিতে কেউ কেউ মাথাতেও আঘাত পান।” এর পরেই কান্নায় ভেঙে পড়েন বিনেশ।

