নয়াদিল্লি, ৪ মে (হি.স.): বিজেপির তীব্র সমালোচনা করলেন দিল্লির মুখ্যমন্ত্রী ও আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়াল। বৃহস্পতিবার বিজেপির সমালোচনা করে কেজরিওয়াল মন্তব্য করেছেন, কুস্তিগীরদের প্রতি বিজেপির আচরণ লজ্জাজনক ও অহংকারী। হিন্দিতে একটি টুইটে কেজরিওয়াল লিখেছেন, অহংকার বিজেপির মাথায় উঠে গিয়েছে এবং “গুণ্ডামি” করে সিস্টেমটি চালাতে চাইছে বিজেপি। জনগণের কাছে কেজরিওয়াল আহ্বান জানিয়েছেন, বিজেপিকে ক্ষমতা থেকে ছুঁড়ে ফেলার জন্য।
প্রসঙ্গত, ভারতীয় কুস্তি সংস্থার সভাপতি ব্রিজভূষণ শরণ সিংয়ের গ্রেফতারি চেয়ে দিল্লির যন্তর মন্তরে চলছে কুস্তিগীরদের আন্দোলন। সেখানেই বুধবার মধ্যরাতে হঠাৎ পুলিশ এবং বিক্ষোভকারীদের মধ্যে শুরু হয় কথা কাটাকাটি। শেষ পর্যন্ত তা হাতাহাতিতে পৌঁছয়। বৃহস্পতিবার কুস্তিগীরদের আন্দোলন দ্বাদশতম দিনে পড়েছে। মধ্যরাতের ঝামেলার ঘটনায় আম আদমি পার্টির (এএপি) বিধায়ক সোমনাথ ভারতী এবং কংগ্রেস নেতা দীপেন্দর হুডাকে আটক করেছে পুলিশ।

