মুম্বই, ৩ মে (হি.স.) : এনসিপি প্রধানের পর থেকে শরদ পওয়ারের পদত্যাগ দেশের রাজনীতির জন্য বড় ধাক্কা। মন্তব্য করলেন শিবসেনার (উদ্ধব ঠাকরে) রাজ্যসভার সাংসদ সঞ্জয় রাউত। বুধবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে সঞ্জয় রাউত বলেছেন, “শরদ পওয়ারের পদত্যাগ দেশের রাজনীতির জন্য বড় ধাক্কা। তিনি যদি এমন সিদ্ধান্ত নেন, তাহলে অবশ্যই মহারাষ্ট্র ও দেশে উদ্বেগ ছড়িয়ে পড়বে। আমরা সিদ্ধান্ত নেব আগামী দিনে কী হবে, আমরা পুরো ঘটনার দিকে নজর রাখছি।”
উল্লেখ্য, মঙ্গলবার ‘লোক মাজে সঙ্গতি’— শরদ পওয়ারের আত্মজীবনীর দ্বিতীয় সংস্করণ প্রকাশের অনুষ্ঠান ছিল মুম্বইয়ে। সেখানেই তিনি বলেন, ‘‘আমি এনসিপি প্রেসিডেন্ট পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি।’’ এই কথা শোনামাত্র সভাগৃহে হইচই পড়ে যায়। এনসিপি নেতৃত্বে স্বাভাবিকভাবেই হতাশ পাওয়ারের এই ঘোষণায়। এবার সঞ্জয় রাউত বললেন, শরদ পওয়ারের পদত্যাগ দেশের রাজনীতির জন্য বড় ধাক্কা।