হাওড়া রিভার ডেভলপমেন্ট প্রজেক্ট এর কাজ সরেজমিনে পরিদর্শন করলেন পুর নিগমের মেয়র


নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ মে৷৷  হাওড়া রিভার ডেভলপমেন্ট প্রজেক্ট এর কাজ বুধবার সরে জমিনে পরিদর্শন করলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার৷ পরিদর্শনকালে তিনি জানান নির্ধারিত সময়ের মধ্যেই প্রজেক্টের কাজ সম্পন্ন হবে৷  স্মার্ট সিটি প্রোজেক্টের আন্ডারে হাওড়া রিভার ডেভলপমেন্ট প্রজেক্ট এর মাধ্যমে হাওড়া নদীর পাড়কে সুন্দর করে তোলার কাজ চলছে দ্রুত গতিতে৷ খরচ পড়বে ১০১ কোটি টাকা৷ মূলত হাওড়া নদীরতীরকে সুরক্ষিত করার পাশাপাশি সাইক্লিং এর ব্যবস্থা করা ,থাকবে পার্ক, থাকবে মর্নিংওয়াকের জায়গা৷ ১.২ কিলোমিটার জায়গা জুড়ে হচ্ছে এই প্রজেক্ট এর কাজ৷ যা দেড় বছরের মধ্যে সম্পন্ন করা হবে৷ পাশাপাশি বাঁধের নিচে এই প্রজেক্টর মধ্যেই তৈরি হচ্ছে রাস্তা৷ রাস্তা তৈরি হলে বাঁধের উপর দিয়ে কোন গাড়ি যাতায়াতের ব্যবস্থা থাকবে না৷ নিচের রাস্তা দিয়ে চলাচল করবে সব গাড়ি৷ আজ পরিদর্শনে এসে মেয়র দীপক মজুমদার এই তথ্য জানান৷ উনার সঙ্গে উপস্থিত ছিলেন পুর নিগমের কমিশনার তথা স্মার্ট সিটি প্রজেক্ট এর  প্রধান ডক্টর শৈলেস কুমার, কপর্োরেটর অদিতি ভট্টাচার্য, কপর্োরেটর  সহ অন্যান্যরা৷ নির্ধারিত সময়ের মধ্যে প্রজেক্ট এর কাজ শেষ করার জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে মেয়র জানিয়েছেন৷ মেয়র জানান এই প্রকল্প বাস্তবায়িত হলে এলাকার পরিবেশ দূষণের হাত থেকে রক্ষা পাবে৷ এক স্বাচ্ছন্দের পরিবেশ তৈরি হবে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *