সন্ত্রাসী ষড়যন্ত্র মামলায় জম্মু-কাশ্মীরের ১২টি ঠিকানায় অভিযানে এনআইএ, পুঞ্চে আটক এক মহিলা

জম্মু ও শ্রীনগর, ২ মে (হি.স.): সন্ত্রাসী ষড়যন্ত্র মামলায় জম্মু ও কাশ্মীরের ১২টি ঠিকানায় তল্লাশি অভিযানে নামল জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)। মঙ্গলবার সকাল থেকে ২০২২ সালের সন্ত্রাসী ষড়যন্ত্র মামলায় জম্মু ও কাশ্মীরের ১২টি ঠিকানায় তল্লাশি অভিযান চালিয়েছে এনআইএ। এই অভিযান চলাকালীন জম্মু ও কাশ্মীরের পুঞ্চ জেলায় আটক করা হয়েছে এক মহিলাকে। ধৃত মহিলার নাম-শানাজ আখতার। তার বাড়ি পুঞ্চ জেলার খানাতের এলাকায়।

পুঞ্চ ছাড়াও জম্মু ও কাশ্মীরের অবন্তীপোরা, পুলওয়ামা, অনন্তনাগ ও শ্রীনগর জেলায় তল্লাশি অভিযান চালিয়েছে এনআইএ। সন্ত্রাসের সঙ্গে সম্পর্কিত এই মামলায় বিভিন্ন সন্ত্রাসী সংগঠনের ওভার গ্রাউন্ড ওয়ার্কার-এর বিরুদ্ধে অনুসন্ধান চালানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *