বিদ্যুৎ সাশ্রয়ে নয়া পন্থা পঞ্জাবে; ৭.৩০ মিনিটে অফিসে পৌঁছলেন ভগবন্ত, কাজ শুরু সরকারি দফতরেও

চন্ডীগড়, ২ মে (হি.স.): বিদ্যুৎ বাঁচাতে অভিনব তথা নয়া পন্থা অবলম্বন করেছে পঞ্জাব সরকার। পঞ্জাব সরকার সিদ্ধান্ত নিয়েছে, বিদ্যুৎ সাশ্রয়ের জন্য মঙ্গলবার থেকে, সকাল ৭.৩০ মিনিট থেকে দুপুর দু’টো পর্যন্ত সমস্ত সরকারি অফিসে কাজকর্ম চলবে। সেই মতো এদিন সকাল ৭.৩০ মিনিট নাগাদ নিজ দফতরে পৌঁছে যান পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান।

পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান, একটি ঐতিহাসিক সিদ্ধান্ত হিসেবে ও বৃহত্তর জনস্বার্থে সরকারি দফতরগুলির সময় সকাল ৯টা থেকে ৫টার পরিবর্তে সকাল ৭.৩০ মিনিট থেকে দুপুর দু’টো পর্যন্ত পরিবর্তন করার ঘোষণা করেছেন। এই ঘোষণার পরবর্তী দিনই তা লাগু হয়েছে। মুখ্যমন্ত্রী নিজেই সকাল ৭.৩০ মিনিট নাগাদ নিজ দফতরে পৌঁছে যান। এছাড়াও অমন অরোরা, ব্রহ্ম শঙ্কর জিম্পা, হরভজন সিং এবং কুলদীপ সিং ধলিওয়াল-সহ বেশিরভাগ মন্ত্রীরা সকাল ৭.৩০ মিনিটে নিজ নিজ অফিসে পৌঁছে যান।

এদিন একটি ভিডিও বার্তায় মুখ্যমন্ত্রী ভগবন্ত মান বলেছেন, “এই উদ্যোগে বিদ্যুৎ সাশ্রয় হবে। যদিও আমাদের বিদ্যুতের কোনও অভাব নেই, তবে এই উদ্যোগে একদিনে ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ সাশ্রয় করতে সহায়তা করবে।” মুখ্যমন্ত্রী ভগবন্ত মান আরও বলেছেন, “বিদ্যুতের খরচে এই হ্রাস, যদি নগদীকরণ করা হয়, তা নিশ্চিত করবে যে প্রতি মাসে বিদ্যুৎ বিল হিসাবে ১৬-১৭ কোটি টাকা সাশ্রয় হবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *