তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগ মগরাহাটে

মগরাহাট, ২ মে (হি. স.) : পঞ্চায়েত নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেসে বড়সড় ভাঙন দক্ষিণ ২৪ পরগনা জেলায়। মগরাহাটে কংগ্রেসের যোগদান কর্মসূচিতে তৃণমূল কংগ্রেসের প্রাক্তন পঞ্চায়েত সমিতির সভাপতি সহ শতাধিক তৃণমূল কর্মী ও পঞ্চায়েতের প্রাক্তন সদস্য ও পঞ্চায়েত সমিতির প্রাক্তন সদস্যরা প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর হাত ধরে কংগ্রেসে যোগদান করলেন। মঙ্গলবার মগরাহাট পশ্চিম বিধানসভার কলস মেলা মাঠে যোগদান কর্মসূচি ও জনসভা অনুষ্ঠিত হয়।

এদিনের সভা মঞ্চ থেকে কার্যত তৃণমূল কংগ্রেস ও বিজেপিকে একই সাথে বিঁধলেন প্রদেশ কংগ্রেসের সভাপতি অধীর চৌধুরী। তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধীদের এক হওয়ার ডাক দিয়েছেন, কিন্তু তিনি নিজেই কংগ্রেসের ভোট কাটাতে বিভিন্ন রাজ্যে বিজেপির সাথে হাত মিলিয়ে কংগ্রেসকে ক্ষতি করেছেন। রাহুল গান্ধীর ভারতজোড়ো যাত্রায় সমস্ত বিরোধীরা সমর্থন করলেও মমতা বন্দ্যোপাধ্যায় সমর্থন করেননি বলে অভিযোগ তোলেন অধীর। পাশাপাশি তিনি বলেন তৃণমূল কংগ্রেসের মহিলা সংগঠন ৩২ ঘণ্টার কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে ধর্ণার ডাক দিয়েছে, কিন্তু পঞ্চায়েত ভোটে যে দুর্নীতি তৃণমূল করেছে সেটা নিয়ে তো ধর্না দেন নি। পাশাপাশি তিনি আরো বলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দলের নব জোয়ার আনতে যে কর্মসূচি নিয়েছে তাতেও শুধু গন্ডগোল চলছে। এ রাজ্যে তৃণমূলের সূর্য আর উঠবে না, তৃণমূল অস্তমিত হচ্ছে বলে দাবি করেন অধীর। রাজ্য জুড়ে বিভিন্ন প্রান্তে কংগ্রেসে যোগদানের হিড়িক বাড়ছে। সাগরদীঘিতে তৃণমূলকে হারিয়ে কংগ্রেসের জয় দেখে মানুষ বুকে শাহস পেয়েছেন, আর সেই কারণেই এবার তৃণমূলের হাত ছাড়ছেন সকলে বলে দাবি করেন অধীর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *