প্রতাপগড়ে গৃহবধূ হত্যাকারী স্বামীর কঠোর শাস্তির দাবিতে থানায় ডেপুটেশন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ০২ মে৷৷ অভিযুক্তর কঠোর শাস্তির দাবিতে সরব হল আড়ালিয়া লোকনাথ মুসলিম পাড়ার মহিলারা৷ সোমবার এলাকার মহিলারা অভিযুক্তর শাস্তির দাবিতে পূর্ব মহিলা থানায় ডেপুটেশন প্রদান করে৷আড়ালিয়া লোকনাথ মুসলিম পাড়া এলাকায় নৃশংসভাবে হত্যা করা হয় তনুজা বেগম নামে এক গৃহবধূকে৷ হত্যার পর গৃহবধূর দ্বিখণ্ডিত মৃতদেহ বস্তা বন্দি করে বাড়ির অদূরে এক কচু খেতে ফেলে দেওয়া হয়৷ পরবর্তী সময় পুলিশ ঘটনার তদন্তে নেমে মৃতদেহ উদ্ধার করে৷ অভিযুক্ত পাষণ্ড স্বামীকে গ্রেপ্তার করে৷ এইবার অভিযুক্তর কঠোর শাস্তির দাবিতে সরব হল আরালিয়া লোকনাথ মুসলিম পাড়ার মহিলারা৷ সোমবার এলাকার মহিলারা অভিযুক্তর শাস্তির দাবিতে পূর্ব মহিলা থানায় ডেপুটেশন প্রদান করে৷ এলাকার মহিলাদের দাবি তনুজা বেগম খুনে অভিযুক্ত কায়েম মিয়াকে ফাঁসি দিতে হবে৷