নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ০২ মে৷৷ প্রতিবছরের ন্যায় এবারও ধর্মনগর রামকৃষ্ণ সেবা সমিতির উদ্যোগে রক্তদান উৎসব অনুষ্ঠিত হয়৷ রামকৃষ্ণ সেবা সমিতি হলঘরে রক্তদান উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ধর্মনগর পুর পরিষদের চেয়ারপারসন৷ উপস্থিত ছিলেন রামকৃষ্ণ সেবা সমিতির সমস্ত কার্যকর্তারা৷ উদ্যোক্তাদের তরফ থেকে জানানো হয় প্রতিবছরই পহেলা মে ধর্মনগর রামকৃষ্ণ সেবা সমিতির পক্ষ থেকে এ ধরনের রক্তদান শিবির সংঘটিত করা হয়৷ সমাজসেবা ও মানব সেবার অঙ্গ হিসেবেই প্রতিবছর এ ধরনের রক্তদান শিবির সহ নানা সামাজিক কর্মসূচি পালন করা হচ্ছে বলেও উদ্যোক্তারা জানিয়েছেন৷
2023-05-02