নিষ্ঠার সঙ্গে দেশ ও কর্ণাটকের জনগণের সেবা করাই বিজেপির লক্ষ্য : অমিত শাহ

ভরুণা, ২ মে (হি.স.): অত্যন্ত নিষ্ঠার সঙ্গে দেশ ও কর্ণাটকের জনগণের সেবা করাই বিজেপির লক্ষ্য। বললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও বিজেপি নেতা অমিত শাহ। মঙ্গলবার কর্ণাটকের ভরুণায় একটি নির্বাচনী জনসভা থেকে অমিত শাহ বলেছেন, “কর্ণাটককে উন্নত কর্ণাটক, সমৃদ্ধ কর্ণাটক এবং সুরক্ষিত কর্ণাটক একমাত্র প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীই করতে পারেন, অন্য কেউ তা পারবে না।” এরপরই কংগ্রেসকে আক্রমণ শানিয়ে অমিত শাহ বলেছেন, “কংগ্রেস দল কর্ণাটককে কেন্দ্রের এটিএম বানিয়েছে। কর্ণাটকে শুধুমাত্র সিদ্দারামাইয়ার অধীনেই দুর্নীতি হয়েছে। সিদ্দারামাইয়ার সময়ে এত বেশি দুর্নীতি হয়েছিল যে সিদ্দারামাইয়ার সরকার সমগ্র ভারতে সবচেয়ে দুর্নীতিগ্রস্ত সরকার ছিল।”

অমিত শাহ আরও বলেছেন, “কর্ণাটকের ভবিষ্যত গড়ার জন্য জনগণকে সিদ্ধান্ত নিতে হবে, তাঁদের একজন ‘অবসরপ্রাপ্ত নেতা’ না-কি একজন উৎসাহী এবং প্রগতিশীল নেতার প্রয়োজন।” অমিত শাহ এদিন জোর দিয়ে বলেছেন, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই দেশকে নিরাপদ করেছেন। মোদীজি অযোধ্যায় রাম মন্দির নির্মাণের কাজ শুরু করেছেন। পাকিস্তানের সন্ত্রাসীরা যখন কাশ্মীরে হামলা চালায়, তখন মোদীজি সার্জিক্যাল স্ট্রাইক ও এয়ার স্ট্রাইক করে পাকিস্তানের ঘরে ঢুকে সন্ত্রাসীদের ধ্বংস করে দেন।”