হার্ভে:-১৯১/১০(৪৪.৩)
চলমান:- ১৯২/৪(৩৭.১)
ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২ মে।।আরমান হুসেনের দুরন্ত ব্যাটিং। সঙ্গে দেবোত্তম ঘোষের বিধ্বংসী বোলিং। আর তাতেই জয় পেলো চলমান সঙ্ঘ। পরাজিত করলো হার্ভেকে। রাজ্য ক্রিকেট সংস্থা আয়োজিত সন্তোষ মেমোরিয়াল প্রথম ডিভিশন লিগ ক্রিকেটে। মেলাঘরে শহীদ কাজল স্মৃতি ময়দানে অনুষ্ঠিত ম্যাচে চলমান সঙ্ঘ ৬ উইকেটে পরাজিত করে হার্ভে-কে। সকালে প্রথমে ব্যাট করার সুযোগ পেয়ে হার্ভের গড়া ১৯১ রানের জবাবে চলমান সঙ্ঘ ৪ উইকেট হারিয়ে জযের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয়। বিজয়ী দলের আরমান হুসেন ৯৭ রানে অপরাজিত থেকে যান। এছাড়া দেবোত্তম ঘোষ ৪ উইকেট পেয়েছেন। দেবোত্তম ঘোষের (৪/১১) দুরন্ত বোলিংয়ে হার্ভে ক্লাব প্রথমে ব্যাট করার সুযোগ পেয়ে ৪৪.৩ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৯১ রান করে। দলের পক্ষে ওপেনার প্রতীক দেববর্মা ৫৪ বল খেলে ১০ টি বাউন্ডারি ও ৩ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৬৮, পাউরোশ মিশ্র ৫৬ বল খেলে ৪ টি বাউন্ডারি ও ৩ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৫৪, মনিষ মিশ্র ১৭ বল খেলে ২ টি ওভার বাউন্ডারির সাহায্যে ১৬ রান করেন। চলমান সঙ্ঘের পক্ষে দেবোত্তম ছাড়া লক্ষ্মণ পাল (৩/৩৮) এবং কৃষ্ণধন নম: (৩/৪৯) সফল বোলার। জবাবে খেলতে নেমে ৩৭.১ ওভারে ৪ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় চলমান সঙ্ঘ। আরমান হুসেনের দুরন্ত ব্যাটিং দলের জয়কে সহজ করে দেন। আরমান ১০৬ বল খেলে ৯ টি বাউন্ডারি ও ৪ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৯৭ রানে অপরাজিত থেকে যান। এছাড়া সুকান্ত বিশ্বাস ৪২ বল খেলে ১ টি বাউন্ডারি ও ২ টি ওভার বাউন্ডারির সাহায্যে ২৭,তন্ময় ঘোষ ২৩ বল খেলে ২ টি ওভার বাউন্ডারির সাহায্যে ১৯ এবং তন্ময় দাস ৪০ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে ১৮ রান করেন। দল অতিরিক্ত খাতে পায় ২১ রান। হার্ভের পক্ষে প্রভাত যাদব (২/৩৩) সফল বোলার। অনবদ্য বোলিংয়ের সৌজন্যে দেবোত্তম পেয়েছে প্লেয়ার অফ দা ম্যাচের খেতাব।