নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ০২ মে৷৷ রোগীদের আর্থিক সহযোগিতা নেওয়ার জন্য চালু হলো অনলাইনে পোর্টাল৷ অনলাইনে আবেদন জমা দেওয়ার পর অনলাইনেই পেয়ে যাবে আর্থিক সহযোগিতা৷ পোর্টেলের উদ্বোধন করে জানান মন্ত্রী সুধাংশু দাস৷ বেনি ফিসারি ম্যানেজমেন্ট সিস্টেম নামে একটি পোটালের উদ্বোধন করেন মন্ত্রী সুধাংশু দাস৷ মহাকরণে বসে তিনি পোর্টালের উদ্বোধনের পর বলেন, দুর্নীতি বন্ধের জন্য সরকারি ব্যবস্থাপনা চালু করতে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রথম ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার চালু করেছিলেন৷ রাজ্য সরকার সেই মার্গদর্শনে অনলাইন মুডে সরকারি লেনদেন সহ সমস্ত কিছু অনলাইনে চালু করার চেষ্টা করছে৷ এবং আর্থিকভাবে দুর্বল তপশিলি অন্তর্ভুক্ত রোগীরা হাসপাতালে ভর্তি হলে চিকিৎসার জন্য আর্থিক সহযোগিতা করা হয়৷ এতদিন এই আর্থিক সহযোগিতা প্রশাসনিক কর্মীরা রোগীর হাতে তুলে দেওয়া হতো৷ এখন থেকে এই সহযোগিতা বেনিফিসারি ম্যানেজমেন্ট সিস্টেম পোটালের মাধ্যমে আর্থিক সহযোগিতার জন্য আবেদন করতে পারবে৷ এদিন বেনিফিসারি মেনেজমেন্ট সিস্টেম পোর্টালের উদ্বোধন করা হয়৷ আবেদন অনুযায়ী ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার দ্বারা ব্যাংক একাউন্টে আর্থিক সহযোগিতা পেয়ে যাবে বেনিফিশিয়ারা৷ মন্ত্রী আরও জানান যদি কেউ হাসপাতালে চিকিৎসার পর সহযোগিতা চায় তা হল সে ব্যক্তি আর্থিক সহযোগিতা পাবে৷
2023-05-02

