নয়াদিল্লি, ১ মে (হি.স.): বুকের ব্যথায় অসুস্থ হয়ে পড়েছেন কেন্দ্রীয় মন্ত্রী জি কিষাণ রেড্ডি। বুকের ব্যথা অনুভব করায় রবিবার রাত ১০.৩০ মিনিট নাগাদ দিল্লি এইমস-এর ক্রিটিক্যাল কার্ডিয়াক ইউনিট (সিসিইউ)-তে ভর্তি করা হয়েছে তাঁকে। এই মুহূর্তে চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী জি কিষাণ রেড্ডি। সোমবার দিল্লি এইমস জানিয়েছেন, “কেন্দ্রীয় মন্ত্রী জি কিষাণ রেড্ডিকে রবিবার রাতে এইমস- ভর্তি করা হয়েছে, পেটে অস্বস্তিজনিত কারণে ভর্তি হয়েছেন তিনি। তিনি স্থিতিশীল এবং নিয়মিত কাজ করছেন। তাঁকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।”
সূত্রের খবর, রবিবার রাতে বুকে ব্যথা অনুভব করেন কেন্দ্রীয় মন্ত্রী জি কিষাণ রেড্ডি, কোনও রকম ঝুঁকি না নিয়ে রাতেই তাঁকে দিল্লির এইমস-এ ভর্তি করা হয়। রাত ১০.৩০ মিনিট নাগাদ দিল্লি এইমস-এর ক্রিটিক্যাল কার্ডিয়াক ইউনিট (সিসিইউ)-তে ভর্তি করা হয় কেন্দ্রীয় মন্ত্রীকে। এখন তিনি চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন ও স্থিতিশীল রয়েছেন বলে জানা গিয়েছে।