টিকমগড়, ১ মে (হি. স.) : ইন্দোর থেকে টিকামগড়ে পৌঁছানো একটি বাস থেকে ৬০০ গ্রামের বেশি সোনা বাজেয়াপ্ত করেছে কোতোয়ালি থানা পুলিশ। যার মূল্য ৩৪ লাখ টাকার বেশি বলে জানা গেছে। বর্তমানে পুলিশ বিষয়টি তদন্ত শুরু করেছে। ঘটনাটি ঘটেছে সোমবার সকালে।
পুলিশ জানিয়েছে, বাস নম্বর এমপি ৩৬ পি ৪৪৯৯ সোমবার সকালে ইন্দোর থেকে এসে টিকামগড় বাসস্ট্যান্ডে থামে, তারপরে পুলিশ সাধারণ ইউনিফর্মে বাসটিতে তল্লাশি চালায়। এরপর চালকের কাছে রাখা একটি পার্সেল বাজেয়াপ্ত করে, যাতে ৬০০ গ্রামের বেশি সোনা ছিল। পুলিশ পার্সেলটি বাজেয়াপ্ত করে । এবং সরাসরি পুলিশ সুপারকে বিষয়টি জানিয়ে পার্সেলটি কোতয়ালি থানায় পাঠায়। পার্সেল নিয়ে বাস চালককে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। মোবাইলের বাক্সে সোনা পাঠানো হয়েছিল বলে জানা গেছে। এই পার্সেলটি ইন্দোরের এক ব্যবসায়ী টিকমগড়ের এক ব্যাবসায়ীর কাছে পাঠিয়েছিল। পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে।